ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি হামলার বিচারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন ফরিদপুর ইমাম কল্যাণ সমিতি ।
শুক্রবার (২১ মার্চ) ফরিদপুর চকবাজার মসজিদের পশ্চিম পাশে জনতা ব্যাংকের মোড়ে জুমার নামাজ শেষে তারা এই বিক্ষোভ মিছিল করেন। এসময় ফরিদপুর শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিলে দলে দলে যোগদান করেন হাজারো তৌহিদি জনতা। তারা সেখানে একত্রিত হয়ে নানা স্লোগান দিতে থাকেন। এরপর আনুমানিক দুপুর আড়াইটার দিকে মিছিলটি চকবাজার থেকে সরাসরি প্রেসক্লাব অভিমুখে পদযাত্রা শুরু করেন।
এসময় মিছিলে উপস্থিত তৌহিদি জনতা নানা ধরণের প্রতিবাদী স্লোগান দিতে দিতে প্রেসক্লাবের সামনে পৌঁছান। এরপর সেখানে ইমাম কল্যাণ সমিতির বেশ কয়েকজন নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার প্রতিনিধি এবং ফরিদপুর মহানগর ছাত্রদলের সভাপতিসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা একে একে বক্তব্য রাখেন। মিছিলের সভাপতিত্ব করেন ফরিদপুরের স্বনামধন্য `জামিয়া আরাবিয়া সামসুল উ`লুম` মাদরাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান সাহেব। হুজুরের সমাপনী বক্তব্য এবং ফিলিস্তিনের মাজলুম ভাই-বোনদের উদ্দেশ্যে দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। সমাবেশের নিরাপত্তা প্রদানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিলেন।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :