বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যে ১৯টি স্থানে ১৭৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-টাইড সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে বৃহত্তর চট্টগ্রামের ছয় উপজেলায় সাতটি কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্র থেকে মিলবে ৬১০ মেগাওয়াট বিদ্যুৎ।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গত ২৭ জানুয়ারি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বৃহত্তর চট্টগ্রামের নির্ধারিত স্থানগুলো হচ্ছে—চট্টগ্রাম জেলার মীরসরাই, সীতাকুণ্ড ও আনোয়ারা উপজেলা এবং কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া ও সদর। এর মধ্যে কক্সবাজার সদরে বসবে দুটি সৌর বিদ্যুৎ কেন্দ্র।
চট্টগ্রামের কোন কেন্দ্রে কত মেগাওয়াট
চট্টগ্রামের সাতটি কেন্দ্রের মধ্যে মীরসরাইয়ের বারৈয়ারহাটের কেন্দ্রে মিলবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ। আনোয়ারার গ্রিডে ২৩০/১৩২ কিলোভোল্টের গ্রিডে মিলবে ১০০ মেগাওয়াট, সীতাকুণ্ডের গ্রিডে মিলবে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ।
এছাড়া কক্সবাজার সদর ও কক্সবাজার (উত্তর) কেন্দ্র দুটি থেকে মিলবে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ। একইসঙ্গে পেকুয়া ও চকরিয়া গ্রিড দুটি থেকে যথাক্রমে ৭০ মেগাওয়াট করে ১৪০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে।
এদিকে দরপত্র সংগ্রহের শেষদিন চলতি বছরের ৩০ মার্চ। জমা দেওয়ার সময় ৩১ মার্চ, দুপুর ১২টা। দরপত্র খোলার সময় নির্ধারণ করা হয়েছে একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটে। দরপত্র সংগ্রহ করা যাবে রাজধানীর মতিঝিলস্থ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভবন থেকে।
প্রতিটি প্যাকেজের জন্য নির্ধারিত মূল্য ২৫,০০০ টাকা এবং নিরাপত্তা জামানত প্রতি মেগাওয়াটের জন্য ৫,০০০ মার্কিন ডলার। মোট ১৯টি প্যাকেজের আওতায় প্রতিটি প্রকল্পের ক্ষমতা ৭০ থেকে ১০০ মেগাওয়াট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :