ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
ফিলিস্তিনের

গাজায় বর্বরোচিত  হামলার প্রতিবাদে  ভোলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ আজাদ, ভোলা প্রতিনিধি  মার্চ ২১, ২০২৫, ১১:৪৪ এএম গাজায় বর্বরোচিত  হামলার প্রতিবাদে  ভোলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ফিলিস্তিনের গাজায়  নজির বিহীন ইসরাইলে হামলা ও ভারতের মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে  ইসলামী আন্দোলন বাংলাদেশ  ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২০মার্চ ) বাদ  যোহর ভোলা কালিনাথ রায়ের  বাজার হাটখোলা  জামে মসজিদ প্রাঙ্গনে  এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে  মিছিল পূর্বে  এক সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি  মাওলানা তরিকুল ইসলাম তারেক, ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার  সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা নুরুল ইসলাম পাটোয়ারী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  এর কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মাদ আবু জাফর, ইসলামী আন্দোলন ভোলা সদর থানা সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রব, ইসলামী যুব আন্দোলন  বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মামুন ইবনে মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন  বাংলাদেশ ভোলা জেলা উত্তরের  সভাপতি মাহমুদুল হাসান  সহ প্রমুখ নেতৃত্ব বৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের  গাজা উপত্যকায় আবাসিক এলাকা গুলোতে ইসরাইলের একের পর এক  বর্বরোচিত  বোমা হামলায়  রক্তে রঞ্জিত হচ্ছে  মুসলিমদের পবিত্র ভূমি। অপরদিকে শিশুদের কান্না ও লাশের মিছিল আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে।  ফিলিস্তিনের ভাই-বোনদের বর্তমান অবস্থা পৃথিবীর কোন মানুষ সহ্য করার মতো নয়।

গাজায় হাজার হাজার শিশুসহ  লাখ লাখ অসহায় গাঁজা বাঁশি কে  অন্যায় ভাবে হত্যা করা হলেও  আজ জাতিসংঘ  কোন কার্যকর পদক্ষেপ  নিচ্ছে না। অতএব এ জাতিসংঘ দ্বারা মুসলমানদের কোন অধিকার বাস্তবায়ন হবে না।

প্রতিবাদ সমাবেশ শেষে  ভোলা শহরের হাটখোলা জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল  শহর পদক্ষিণ করে  নতুন বাজার এসে যাতে  মোনাজাতের মাধ্যমে  এই বিক্ষোভ মিছিল শেষ করে।

 

কালের  সমাজ//এ.জে

Side banner