ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
রাস্তা ও ফুটপাত

অবৈধ দখলমুক্ত করতে সর্তকতামূলক ভ্রাম্যমান আদালত পরিচালনা

জহিরুল ইসলাম মিলন ,ধনবাড়ী, টাঙ্গাইল মার্চ ২১, ২০২৫, ১১:০৮ এএম অবৈধ দখলমুক্ত করতে সর্তকতামূলক ভ্রাম্যমান আদালত পরিচালনা

রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা ও ঈদে ঘরমুখো মানুষদের যানজটমুক্ত যাত্রার জন্য টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মোঃ সায়েম ইমরান 

কর্তৃক বৃহস্পতিবার (২০ মার্চ)  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ধনবাড়ী উপজেলার  এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মোঃ সায়েম ইমরান  নেতৃত্বে ধনবাড়ী বাজার,যদুনাথপুর ইউনিয়নের নতুন বাজারে সর্তকতামূলক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

অভিযানে বিভিন্ন রাস্তায় নির্মাণ সামগ্রী  রাখায় নির্মাণ মালিকদের কে সতর্ক করা হয়।  এছাড়া ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সতর্ক করা হয়। অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন।

পবিত্র রমজান মাসে নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য করতে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


কালের সমাজ/ এ.জে

Side banner