জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি’র দু-গ্রুপের অধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দফায় দফায় ব্যবসা প্রতিষ্ঠান,বসত বাড়ীসহ মাছ ধরার নৌকা ভাংচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২০মার্চ) সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের তালতলা দহ, ও সানাকৈর গ্রামে পৃথক পৃথক হামলা ও ভাংচুর মারপিটের ঘটনা ঘটেছে। ইউনিয়ন বিএনপি’র সভাপতি সহ উভয় পক্ষের ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরিষাবাড়ী থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের তালতলা দহটি ১৪২৮ বাংলা হইতে ১৪৩৩ বাংলা পর্যন্ত উন্নয়ন প্রকল্পের আওতায় তালতলা দহের মৎস্য জীবি সমবায় সমিতি লি: নামে ইজারা নেন। পরবতীতে মৎস্যজীবি খলিলুর রহমান স্থানীয় মজনু মিয়ার নিকট ১২ লক্ষ টাকায় সাব লীজ দেন। ওই লীজ খলিলুর রহমান এর নামে বহাল রয়েছে মর্মে মহাদান ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন, সাবেক ইউপি সদস্য ইসাহাক আলী তালতলা দহটি দখলে রেখে মাছ ধরে আসছেন। এ দখল কে কেন্দ্র করে জামালপুর জেলা বিএনপি’র জলাবায়ু বিষয়ক সম্পাদক অধ্যাপক (অবসর) আব্দুল আওয়াল ও মহাদান ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল ওয়াহাব এর লোকজন বিএনপি সর্মথিতদের দহ দখল দিতে গত বৃহস্পতিবার ১২ টার দিকে সানাকৈর বাজার থেকে একটি মোটর সাইকেল বহর দেশীয় অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে তালতলা দহ এলাকায় মহড়া দেয়। পরবতীতে দহে থাকা ২২ হাত করে ২টি নৌকা সহ ৫টি নৌকা ভাংচুর করে এবং ৪’শ হাত লাইনল সুতার ২টি জাল পুডিয়ে ফেলে এবং ১ হাজার হাত একটি ও ৪’শত হাত ২টি এবং ১ হাজার হাত কচাল জাল লোট করে নিয়ে যায় বলে মহাদান ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী, তালতলা দহের ইজারাদার খলিলুর রহমান ও জেলেদের হাওয়ালদার আব্দুর রশিদ স্থানীয় মহাদান গ্রামে ইসাহাক আলী’র বাড়ীতে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।
২য় দফায় বিকেল ৪ টার দিকে উপজেলা বিএনপি’র সদস্য আনোয়ার উস সাদাত লাঞ্জু , মহাদান ইউনিয়ন বিএনপি’র সাধারনণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন ,সাবেক ইউপি সদস্য ইসাহাক আলী’র গ্রুপে’র সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ এর বসত বাড়ী সহ কোরবান আলী, মানিক মিয়া, রুবেল মিয়া, আরিফুল ইসলাম আরিফ, পরান মিয়া, কাশেম মিয়া, রমজান আলী ও হাবিবুর রহমান হবি এর বসত বাড়ীতে হামলা ভাংচুর করা হয় এবং মানিক (২১), মারুফ(৩৫), রুবেল (২১) কে মারপিট করা সহ হবি’র বাড়ীতে হামলা করে মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা।
৩য় দফায় উপজেলা বিএনপি’র সদস্য আনোয়ার উস সাদাত লাঞ্জু , মহাদান ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন, উপজেলা বিএনপি’র সদস্য সাবেক ইউপি সদস্য ইসাহাক আলী’র সর্মথকরা সানাকৈর বাজারে মনোহারী ব্যবসায়ী প্রতিষ্ঠান আব্দুল জলিল এর দোকান সহ আলী, হৃদয়,আমিনুর ও জামালপুর জেলা বিএনপি’র জলাবায়ু বিষয়ক সম্পাদক অধ্যাপক (অবসর) আব্দুল আওয়াল এর অফিস ও বসত বাড়ীতে হামালা চালিয়ে ভাংচুর সহ দোকানদার আলী (৫৫) কে মারপিট ও ২টি মোটর সাইকেল ভাংচুর সহ মহাদান ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল ওয়াহাব এর উপর হামলা চালিয়ে মারধর করা হয়েছে বলে ভুক্তভোগী ও দলের নেতা অধ্যাপক(অবসর) আব্দুল আওয়াল অভিযোগ করেন।
এ ব্যাপারে মহাদান ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী জানান, বর্তমান জামালপুর জেলা বিএনপি’র জলাবায়ু বিষয়ক সম্পাদক অধ্যাপক(অবসর) আব্দুল আওয়াল তিনি এলডিপি’র নেতা ছিলেন। সে একের পর এক বিএনপি’র উপর ভর করে চাদাঁবাজি ও বিএনপি’র নেতা-কর্মীর বসতবাড়ীতে হামলা , জেলেদের নৌকা ভাংচুর , জাল লোট সহ , মারপিট ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এ ভাংচুরের হাত থেকে আমার বসত বাড়ীও রেহাই পায়নি । তাই আব্দুল আওয়াল কে দলীয় শৃংখলা ভঙ্গের জন্য তাকে দল থেকে বহিস্কার করার জন্য জেলা /কেন্দ্রীয় নেতাদের নিকট এ দাবী করছি।
জানতে চাইলে জামালপুর জেলা বিএনপি’র জলাবায়ু বিষয়ক সম্পাদক অধ্যাপক (অবসর) আব্দুল আওয়াল সানাকৈর গ্রামের আব্দুল ওয়াদুদ এর বসতবাড়ীতে হামলা ও ভাংচুর এবং মারপিটের ঘটনা অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের ইজাদারাদের নিয়ে অন্যায়ভাবে উপজেলা বিএনপি’র সদস্য আনোয়ার উস সাদাত লাঞ্জু , মহাদান ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন ,সাবেক ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী’র একটি গ্রুপ সরকারী তালতলা দহ থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। যার ফলে বিএনপি সর্মথিত জেলে হাসমত আলী , মিজানুর রহমান মিজান সহ অনেক জেলে বঞ্চিত হচ্ছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ হামলা ভাংচুর ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :