মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) মেগচামী দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলে মেগচামী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শফিকুর ইসলাম এর সভাপতিত্বে ও মেগচামী ইউনিয়ন যুব জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা জিলান ফকির এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদ প্রার্থী প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলীমুজ্জামান, মধুখালী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি নওসের চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা হেমায়েতুল ইসলাম, গাজনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোস্তফা, মেগচামী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম, ফরিদপুর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি সালাউদ্দিন মোল্লা, মেগচামী ইউনিয়ন যুব জামায়াতে ইসলামী দায়িত্বশীল আওলাদ খাঁন প্রমূখ, এসময় বক্তারা বলেন কুরআনের আইন ও ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হলে প্রতিটি মানুষের মাঝে কুরআনের জ্ঞান অর্জনে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালক করেন, মাওলানা আবুল খায়ের।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :