ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার

মো. ইসমাইলুল করিম লামা, বান্দরবান মার্চ ২০, ২০২৫, ০৪:১৪ পিএম বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদম উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১৪ মার্চ উপজেলার মাতামুহুরি নদীতে গোসল শেষে বাড়ি ফেরার পথে চার যুবক তাকে মুখ চেপে ধরে তামাকক্ষেতে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়। 

পরিবারের অভিযোগ, পিতৃহীন এই ছাত্রীকে ধর্ষণের পর অভিযুক্তরা ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখায় এবং মামলা না করার জন্য চাপ সৃষ্টি করে। তবে ভুক্তভোগী সাহসিকতার সঙ্গে ঘটনাটি প্রকাশ করে ১৯ মার্চ আলীকদম থানায় অভিযোগ দায়ের করে।

এ ঘটনায় অভিযুক্ত চারজন মো. করিম (১৯) মো. রাসেল (২১) আব্দুল মুবিন (২০) ও মো. ইকবাল (২৪)কে আটক করেছে পুলিশ। তারা উপজেলার ৩ নম্বর আলীকদম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ওয়ার্ডের বাসিন্দা।আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চারজনকে আটক করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার কার্যক্রম চলমান আছে।

 

কালের সমাজ//এ.জে

Side banner