ময়মনসিংহের গৌরীপুর সরকারী কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুল্লাহ এর বিরুদ্ধে হয়রানিমুলক মিথ্যা মামলা প্রত্যাহারে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও স্বারকলিপি প্রদান করা হয়।
বুধবার (১৯ মার্চ) বেলা ১২টায় গৌরীপুর সরকারী কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে পৌর শহরের ঐতিহাসিক ধান মহালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে কারিমুল হাকিম শাহীন মুন্সী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষার্থী আঃ কাদির, শাহজাহান কবির সুমন, মাহবুব জুবায়ের আকাশ, জাহাঙ্গীর হোসেন প্রমূখ। বক্তরা বলেন, সন্ত্রাসী প্রতারক শামিম হোসেন জালিয়াতির মাধ্যমে জমি দখলের পায়তারা সহ মিথ্যা মামলা করছে। তা ছাত্রসমাজ মেনে নিবে না। অবিলম্বে মামলা প্রত্যাহার সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা দাবী করেন।
মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল কারে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কাছ স্মারক লিপি প্রদান করা হয়।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :