ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নেশা জাতীয় দ্রব্য নাকে শুকে তরমুজ ব্যবসায়ীর টাকা লুট

রাশিমুল হক রিমন, আমতলী মার্চ ১৯, ২০২৫, ০৫:৪৮ পিএম নেশা জাতীয় দ্রব্য নাকে শুকে তরমুজ ব্যবসায়ীর টাকা লুট

নেশা জাতীয় দ্রব্য শুকে দুই তরমুজ ব্যবসায়ীর এক লক্ষ টাকা লুট করে নিয়েছে অজ্ঞান পার্টির লোকজন। ওই দুই ব্যবসায়ীকে বিআরটি কতৃর্পক্ষ বুধবার সকালে আমতলীর মানিকঝুড়ি নামিয়ে রেখে গেছেন। স্থানীয় তাদের উদ্ধার করে আমতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘটনা ঘটেছে বিআরটিসি গাড়ী মঙ্গলবার রাতে।

জানা গেছে, নাটোর থেকে সফিকুল ইসলাম ও আরিফুল আসলাম তরমুজ ক্রয় করতে বিআরসিটি বাসে বরিশাল আসতেছিল। পথিমধ্যে অজ্ঞান পার্টির লোকজন তাদের নেশা জাতীয় দ্রব্য নাকে শুকে অজ্ঞাণ করে ফেলে। পরে তাদের কাছে থাকা এক লক্ষ টাকা ও দুইটি মোবাইল ফোন নিয়ে যায়। দুই ব্যবসায়ী বরিশাল নামার কথা থাকলেও তারা নামেনি। পরে বিআরটিসি কতৃর্পক্ষ টের পেয়ে বুধবার সকালে তাদের আমতলীর মানিকঝুড়ি নামিয়ে দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। ওই হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। সফিকুল ইসলাম নাটোর জেলার আহম্মদপুর এলাকার আক্কাস মিয়া ছেলে এবং আরিফুল ইসলামের বাড়ী একই জেলার নোয়াপাড়া এলাকায়। তার বাবার নাম বাহার হোসেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ধারনা করা হচ্ছে দুই ব্যবসায়ীকে নেশা জাতীয় কিছু দ্রব্য শরীরে পুশ করা হয়েছে। তাদের যথাযথ চিকিসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

 

কালের সমাজ// এ.জে

Side banner