ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আমতলীতে দুই ডাকাত গ্রেপ্তার

রাশিমুল হক রিমন, আমতলী মার্চ ১৯, ২০২৫, ০৫:২৮ পিএম আমতলীতে দুই ডাকাত গ্রেপ্তার

আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সামসুল আলম চৌকিদার ও সদস্য এবলাচ হাওলাদারকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাদের আমতলী পৌরসভার বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। আদালদের বিচারক ইবতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সামসুল আলম চৌকিদার ও সদস্য এবলাচ হাওলাদার দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। সামমুল আলম চৌকিদারের বিরুদ্ধে আমতলীসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ ১০টি এবং এবলাচের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে আমতলী পৌর শহরের বটতলা এলাকায় চলাফেরা করছিল। তাদের গতিবিধি সন্দেহ হলে আমতলী থানার টহল পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনার কথা স্বীকার করেছে। বুধবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ডাকাত সর্দার সামসুল আলম চৌকিদারের বাড়ী কলাপাড়া উপজেলার নিজামপুর গ্রামে। তার বাবার নাম আমজেদ চৌকিদার। অপর ডাকাত এবলাচের বাড়ী আমতলী উপজেলার আমড়াগাছিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুল মন্নান হাওলাদার।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, আন্তজেলা ডাকাত দলের সর্দার ও সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

কালের সমাজ// এ.জে

Side banner