ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

লোহাগাড়ায় ব্যবসায়ীকে জরিমান

লোহাগাড়া (চট্টগ্রাম) মার্চ ১৯, ২০২৫, ০৫:২৩ পিএম লোহাগাড়ায় ব্যবসায়ীকে জরিমান

চট্টগ্রামের লোহাগাড়ায় রমজান ও ঈদুল ফিতরে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বটতলী শহরে ভ্রম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে ৮ দোকানীকে জরিমানা করেছে। 

বুধবার (১৯ মার্চ) দুপুরে অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান। মূল্যতালিকা প্রদর্শন না করা ও পাকা ভাউচার সংরক্ষণ  না করার অপরাধে ৮ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। 

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার জানান,জনস্বার্থে এ ধরণের অভিযান সারা রমজান মাস চলতে থাকবে এবং ভোক্তা অধিকার আইনে এই জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদেরকে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়।

 

কালের সমাজ// এ.জে

Side banner