ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ঠাকুরগাঁওয়ে এ.আই টি দের আলোচনা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত 

মোহাম্মদ  মিলন আকতার ,ঠাকুরগাঁও মার্চ ১৯, ২০২৫, ০৩:৫৭ পিএম ঠাকুরগাঁওয়ে এ.আই টি দের  আলোচনা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে এ. আই টি দের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে উন্মুক্ত আলোচনা ও মানববন্ধন কর্মসূচি  আজ  (১৯মার্চ) বুধবার ঠাকুরগাঁও জেলা শহরের  প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়েছে । 

বাংলাদেশ প্রাণিসম্পদ এ. আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি বৃহত্তম দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা শাখার আয়োজনে  উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচিতে বাংলাদেশ প্রাণিসম্পদ এ.আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি ঠাকুরগাঁও  শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু সাহেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ সেলিম বাদশা, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম,  পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ অহিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ , এ সময় উক্ত সংগঠনের নেতাকর্মী ও সদস্যগণ উপস্থিত ছিলেন ।

এ সময় বক্তারা বলেন  -২৫ বছর যাবৎ বিনা বেতনে কাজ করায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে । সরকারিভাবে সম্মানিত ভাতা প্রদান এবং জাতীয়করণের দাবি জানান । অন্যায় ভাবে ছাটাই করণ বন্ধ সহ  ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেন । আসন্ন ঈদের মধ্যে দাবি না মানলে এক দফা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলেও জানান ।

 

 

কালের সমাজ// এ.জে

Side banner