ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

লামায় পাহাড় কেটে মাটি বিক্রি, ২ লক্ষ টাকা জরিমানা, স্কেভেটর জব্দ

মো. ইসমাইলুল করিম , বান্দরবান মার্চ ১৯, ২০২৫, ১২:২৫ পিএম লামায় পাহাড় কেটে মাটি বিক্রি, ২ লক্ষ টাকা জরিমানা, স্কেভেটর জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের মেউন্দা পাড়া এলাকায় স্কেভেটর ব্যবহার করে পাহাড় কর্তনের অপরাধে ফাইতং সোনাইছড়ি পাড়া এলাকায় জমির আলী ছেলে মো. রফিকুল ইসলাম (২৬) আটক করে ২ লক্ষ টাকা অর্থদন্ড ও অনাদায়ে ০১ (এক) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ও স্কেভেটর জব্দ করা হয়। 

মঙ্গলবার (১৮ ই মার্চ) দুপুরে স্কেভেটর জব্দ করে পাহাড় কাঁটার ঘটনায় লামা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব নেতত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও লামা থানার পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উচুঁ পাহাড় কেটে মাটি বিক্রির জন্য চুক্তি‍‍`তে স্কেভেটর দিয়ে মাটি কাটে বিক্রি করে, এ খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব অভিযান করে প্রতিবেদক‍‍`কে বলেন, পাহাড় কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাহাড় কাটার দায়ে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করি। 

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা এ দোষী সাব্যস্ত করে (এক) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করে ইউপি সদস্য কাছে জিম্মি দেওয়া হয়। পাহাড় কাটার কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে পদক্ষেপ গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

কালের সমাজ// এ.জে
 

Side banner