খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে রাজবাড়ীর বড়পুল এলাকার মুঘল রেস্তোরাঁ ও বিরিয়ানি ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার(১৮মার্চ) বিকেল অভিযান পরিচালনা করে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এ অভিযানের অংশ হিসেবে আমরা রাজবাড়ী শহরের বড়পুল এলাকার মুঘল রেস্তোরাঁতে অভিযান চালায়। এসময় তাদের খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের সত্যতা পাই এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য তৈরি সহ সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক, জেলা পুলিশের এএসআই মোঃ শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :