রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
এর আগে গতকাল সোমবার(১৭ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া পুড়াভিটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর গ্রামের মোঃ মুসলেম সরদারের ছেলে মোঃ আকাশ সরদার (১৯), সদর উপজেলার বড়চর বেনী নগর গ্রামের ইউনুচ সরদারের ছেলে মোঃ মিনহাজুল সরদার (২০), চর নাড়ায়নপুর গ্রামের মোঃ আজাহার মাস্টারের ছেলে মোঃ আতাহার (২৬)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে উত্তর দৌলতদিয়া পুড়াভিটা এলাকার মৌসুমীর বাড়ীর সামনে গলির রাস্তার উপর থেকে ডাকাতির প্রস্তুতির সময় ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯ /৪০২ ধারায় গোয়ালন্দঘাট থানায় মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরন করা হয়েছে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :