বালিয়াডাঙ্গীর ৫নং দুওসুও ইউনিয়নের ৪নং ওয়ার্ড সুকানি (মেকার) পাড়া গ্রামে আগুনের তীব্র লেলিহান শিখায় পুড়ে ছাই হয় নয়টি ঘর ।
অদ্য সকাল ১১ :৩০ ঘটিকার সময় পোয়াল ঘর থেকে আগুনে সূত্রপাত ঘটেছে বলে স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে প্রাথমিকভাবে জানা যায় । আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ ও ঠাকুরগাঁও জেলা জামাতের সাবেক আমির অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম, ৫নং দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ছুটে আসেন । উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত বাড়িঘর প্রদক্ষিণ করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাড়িঘর তালিকা নিজ হস্তে করেন । তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি চাল, একটি কম্বল ও ইফতারের জন্য ২০০০ টাকা প্রদান করেন ।উপজেলা নির্বাহী অফিসার বলেন -জেলা প্রশাসকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে ।
জেলা জামাতের সাবেক আমির বলেন -আমি ব্যক্তিগত ও দলের পক্ষ থেকে সহযোগিতা করব ইনশাল্লাহ । এ সময় তিনি বৃত্তবানদের প্রতি সহযোগিতার আহ্বান জানান ।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :