মাদারীপুরের রাজৈরে ২ হাজার ২০০ পিচ ইয়াবাসহ জাচ্চু শেখ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজৈর থানার পুলিশ। রোববার বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ঘোষালকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাচ্চু একই গ্রামের মৃত আলেপ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন জাচ্চু শেখ। রোববার গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশের একটি টিম টেকেরহাট বন্দর এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী জাচ্চুকে ২ হাজার ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
স্থানীয়রা আরও জানায়, জাচ্চু এক সময় টেকেরহাট বাসস্ট্যান্ডের পাশে গরু হাটের পিছনে সবুজ বোডিং নামে একটি আবাসিক হোটেলের কর্মচারী ছিলেন। ওই হোটেলটি কয়েক বছর আগে বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েন তিনি।
এ ব্যাপারে মাদারীপুরের রাজৈর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তার কাছে থেকে ২ হাজার ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :