রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নে দেশব্যাপী চলমান ধর্ষণ ও ধর্ষণের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার(১৭ মার্চ) সকাল ১১ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বসন্তপুর কো-আপারেটিভ হাইস্কুলের সামনে ইউনিয়ন ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী, বসন্তপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা আশিকুর রহমান মিজান, কে এম কাউসার মীরসহ প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে সদর উপজেলা ছাত্রদল, বসন্তপুর ইউনিয়ন ছাত্রদল ও বসন্তপুর কো-অপারেটিভ স্কুলের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা দেশব্যাপী চলমান ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং ধর্ষণের সাথে জড়িত সকল অপরাধীদের বিচারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :