ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
ছাত্রলীগ সমর্থক থেকে কলেজ ছাত্রদলের সভাপতি

একদিনের মাথায় জরুরী সভা ডেকে কমিটি বিলুপ্ত ঘোষণা

পিরোজপুর প্রতিনিধি মার্চ ১৭, ২০২৫, ০৩:২৯ পিএম একদিনের মাথায় জরুরী সভা ডেকে কমিটি বিলুপ্ত ঘোষণা

নেছারাবাদে অনিক রায় নামে এক যুবক কুড়িয়ানা কবিগুরু রবিন্দ্রনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সমর্থক থেকে কলেজ ছাত্রদলের সভাপতি হয়েছেন। ছাত্রলীগ সমর্থক থেকে রাতারাতি কলেজ ছাত্রদলের  সভাপতি হওয়ায় নেছারাবাদ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বৃহৎ একটি গোষ্ঠির মধ্য মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।

গত ১৬ই মার্চ পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি মো: হাসান আল মামুন এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তানজির রশিদ বাপ্পি স্বাক্ষরিত দলীয় প্যাডে কলেজ কমিটির অনুমোদন হয়। তবে কমিটি ঘোষণার একদিনের মাথায় ১৭ই মার্চ জেলা ছাত্রদলের সভাপতি সম্পাদক এক জরুরী সভার মাধ্যমে নবগঠিত ওই কমিটি বিলুপ্ত করেন। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোল্লা মো: মশিউর রহমান এ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানার জন্য ১৬ই মার্চ অনুমোদিত কলেজ কমিটির সেই সভাপতি অনিক রায় এর বাসায় গেলে তার সাক্ষাৎ মেলেনি। তবে তার মা সঞ্জিতা রায় বলেন, আমি রাজনীতি পছন্দ করিনা। শুনছি সে কলেজ ছাত্রদলের সভাপতি হয়েছে। তবে ছেলে পূর্বে ছাত্রলীগের কোন পদে ছিলনা। বাধ্য হয়ে ছাত্রলীগের সাথে থাকত।
 

এ বিষয়ে স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মো: আব্দুল্লাহ আল জুবায়ের বলেন, "কলেজ কমিটি করার পর শুনতে পারি সেই কমিটির সভাপতি নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থক। প্রকৃতপক্ষে ওই ছেলেকে আমি চিনিনা"।

পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সম্পাদক তানজির রশিদ বাপ্পি জানান, মুলত আটঘর কুড়িয়ানা একটি হিন্দু অধ্যাষিত এলাকা। কুড়িয়ানা কলেজে ছাত্রদলের সদস্য সংগ্রহ করার পর তাদের ভোটে মুলত ওই কমিটির অনুমোদন দেয়া হয়েছিল। কমিটি ঘোষণার পর জানতে পারি সে নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থক ছিল। তাই ১৭ই মার্চ জরুরী সভা ডেকে নবগঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।


কালের সমাজ// এ.জে

Side banner