ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

দৌলতদিয়ায় হেরোইন সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি,রাজবাড়ী মার্চ ১৭, ২০২৫, ০৩:২৩ পিএম দৌলতদিয়ায় হেরোইন সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে৷ ৭৫ পুরিয়া হেরোইন সহ রাসেল বেপারী ওরফে আইয়ুব নবী (২৫) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সোমবার(১৭ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

গ্রেপ্তার রাসেল বেপারী ওরফে আইয়ুব নবী মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চর কাটারী গ্রামের মোঃ সানোয়ার বেপারীর ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (১৬ মার্চ) রাত ১১ টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের টিম দৌলতদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড শাহাদত মেম্বার পাড়া এলাকার শ্রমিক ইউনিয়নের অফিসের পিছনে কাঁচা রাস্তার গলি থেকে ৭৫ পুরিয়া হেরোইন সহ রাসেল বেপারী ওরফে আইয়ুব নবীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

কালের সমাজ// এ.জে

Side banner