ফেনীর মহিপাল থেকে দরবেশের হাট ফেরার পথে আজ রাত ১২:৩০ মিনিটের সময় (তেমুহনি তালতলা) মাঝামাঝি নাহিদ নামের একটা ব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়ে।
ব্যক্তির নাম: নাহিদ। বয়স-২৫, বাড়ি: গাজির হাট, ৩নং ডমুরিয়া ইউনিয়ন।
ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়ে মহিপাল ফ্লাইওভারের নিচে একটা সিএনজির ড্রাইভার তাকে ডাকে, সিএনজি টা ছিলো একদম নতুন, (ওন টেস্ট) ড্রাইভার ও পিছনে একজন ইয়াং ছেলে ছিলো। ড্রাইভার এর বয়স ৩৫-৪০, পিছনে বসা লোকটির বয়স ২৫-৩০। ড্রাইভার আর কোনো যাত্রী না নিয়ে রওনা হয়! তেমুহনি মাঝামাঝি আসার পর নাহিদ একটু আন্দাজ করতে পারছে এরা ২ জন তাকে ছিনতাই করবে। তখনি সে ড্রাইভার কে বলে উঠলো আমি প্রস্রাব করবো একটু দাড়ান! ড্রাইভার আর পিছনে বসা লোকটি গরম হয়ে বললো তোমার কথা মতো হবে নাকি চুপ করে বসে থাকো, তারপর তালতলা মাঝামাঝি আসার পর ড্রাইভার আর পিছনে থাকা লোকটা জোর জবরদস্তি করায় নাহিদ চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও অন্য এক সিএনজি ড্রাইভার এর সহায়তায় তাকে গ্রাম্য এক চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন।
ঠিক ২ দিন আগে অলাতলির একজনের সাথে একই ঘটনা ঘটে সেম যায়গায়!
বিগত কয়েক মাস আগে একই গাড়িতে সেম যায়গায় রাজাপুর হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিন্তাইকারীর কবলে পড়ে মোবাইল মানিব্যাগ ছিন্তায় হয় এবং ছিনতাই কারী ব্যক্তির সাথে হাতাহাতি করতে গিয়ে তিনি আহত হয়। এই তালতলা জায়গাটিতে প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে!রাত বাড়ার সঙ্গে সঙ্গে চিন্তায়কারীরা এ রোডটাতেই সক্রিয় হয়ে ওঠে। এবং বিপদে পড়ে সাধারণ সিএনজি র যাত্রীগন।
কিন্তু প্রশাসনের কোন পদক্ষেপ দেখতেছে না গ্রামবাসী এরকমটাই জানান স্থানীয় এক দোকানদার।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি! তেমুহনি থেকে তালতলা আসার পথে অনেক সিসি ক্যামেরা আছে, সিসিটিভি ফুটেজ চেক করলে অনায়াসেই ছিনতাইকারী কে ধরা যাবে।ছিনতাই বিষয়ে আলাপকালে এমনটাই দাবি করেন এলাকার সর্বসাধারণ জনগণ।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :