ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে টেরিবাজারে আগুন

মোহাম্মদ সিরাজুল মনির,চট্টগ্রাম মার্চ ১৭, ২০২৫, ১০:৫৯ এএম চট্টগ্রামে টেরিবাজারে আগুন

চট্টগ্রামের কাপড়ের বৃহত্তর পাইকারি বাজার টেরিবাজারের খাজা মার্কেটে বেশ কিছু গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

রোববার (১৬ মার্চ) রাত ৭টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর রাত ৮টা ৩৫ মিনিটে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের একজন কর্মকর্তা। তিনি বলেন, রাত ৭টা ৩৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের দুইটি করে মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে অগ্নি নির্বাপনের চেষ্টা করে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। পরে বিস্তারিত বলা হবে।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান বলেন, টেরিবাজারের খাজা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে প্রায় ১০ থেকে ১৫টি গোডাউন রয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা জায়নি


তিনি বলেন, ‘ঈদ মৌসুমে ব্যবসায়ীরা পাইকারি এসব কাপড় এনে গোডাউনে জমা করেন। যে কারণে এখানে বিনিয়োগ বেশি থাকে। ফলে ধারণা করা হচ্ছে, এ আগুনে কমপক্ষে কোটি টাকা লোকসান ছাড়াতে পারে। তবে সঠিকভাবে এ ক্ষতির পরিমাণ কত তা আগুন নেভার পর আমরা জানাতে পারব। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি ব্যবসায়ী নেতারাও উপস্থিত রয়েছেন। এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। 
 

কালের সমাজ// এ.জে

Side banner