ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
ভোলার

চরফ্যাশনের মসজিদে মুখ-হাত বেঁধে শিশুকে বলাৎকার, যুবক গ্রেপ্তার

মোঃ আজাদ ,ভোলা মার্চ ১৭, ২০২৫, ১০:৫৫ এএম চরফ্যাশনের মসজিদে মুখ-হাত বেঁধে শিশুকে বলাৎকার, যুবক গ্রেপ্তার

ভোলার চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় ৪র্থ শ্রেনীর ছাত্র এমদাদুল ইসলাম তামজিদ (০৯) কে মটর সাইকেলে ঘোরানোর প্রলোভন দেখিয়ে মসজিদের সৌন্দর্য্য দেখার কথা বলে গত ১৪ মার্চ (শুক্রবার) রাত আনুমানিক ৮ টার সময় চরফ্যাশন কেন্দ্রীয় খাস মহল জামে মসজিদের তৃতীয় তলার ছাদের সিঁড়ি কোঠায় উঠাইয়া আসামী শিশু তামজিদকে আদর করার ছলে জোরপূর্বক ধর্ষণ (বলৎকার) করেন। শিশুটি তাৎক্ষণিক ডাকচিৎকার করিলে আসামী মটর সাইকেল যোগে পালিয়ে যায়।

চরফ্যাশন পৌরসভার ৫নং ওয়ার্ড নুরু মাস্টার বাড়ীর মাওলানা মোস্তাকুর রহমান ও সুরমা বেগম এর লম্পট  ও ধর্ষক ছেলে তালহা।

উক্ত ঘটনার সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ সুপার দৃষ্টিগোচর হয়। বিষয়টি তাৎক্ষণিক সহকারী পুলিশ সুপার চরফ্যাশন সার্কেল এর নেতৃত্বে অফিসার ইনচার্জ, মোঃ মিজানুর রহমান হাওলাদার ও এসআই (নিরস্ত্র) মোঃ হারুন অর রশিদ সহ একাধিক চৌকস টিম চরফ্যাশন পৌরসভার বিভিন্ন পয়েন্টে সিসি টিভি ফুটেজ পর্য্যলোচনা ও প্রযুক্তির সহায়তা নিয়ে গোপন তথ্যের ভিত্তিতে ঘটনা ঘটার ২৪ ঘন্টার মধ্যে চরফ্যাশন উপজেলার শরীফ পাড়া এলাকা হতে মাওলানা মোস্তাকুর রহমান এর ধর্ষক ছেলে তালহা (১৯) কে গ্রেফতার করেন।

আসামীর নিকট হইতে ভিকটিমকে ধর্ষণ করার জন্য ঘটনাস্থলে নিয়ে আসার কাজে আসামী কর্তৃক ব্যবহৃত একটি মোটর সাইকেল ও একটি মেরিল পেট্রোলিয়াম জেলি আসামীর নিজ হেফাজত হইতে উদ্ধারপূর্বক আলামত হিসাবে জব্দ করা হয়েছে।

এ সংক্রান্তে চরফ্যাশন থানার মামলা নং-০৮, অদ্য ১৬ মার্চ (রবিবার) ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত ২০২০) এর ৯(১) রুজু করা হয়েছে।

 


কালের সমাজ// এ.জে

Side banner