বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা) আয়োজন করেছে "ফ্রেশার্স রিসেপশন ২০২৫"। দিনব্যাপী এ আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা, ইংরেজি পাবলিক স্পিকিং প্রতিযোগিতা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের গ্যালারি রুমে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতামূলক বিভিন্ন কার্যক্রমে নিজেদের যুক্তিবাদী চিন্তার প্রকাশ ঘটান।
আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ইংরেজি বিভাগের শিরিন আক্তার শিলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রথম রানারআপ হন অর্থনীতি বিভাগের জারিন শাইমা এবং দ্বিতীয় রানারআপ হন পরিসংখ্যান বিভাগের আরিফা নওশিন।
বিতর্কের পাশাপাশি অনুষ্ঠিত হয় ইংরেজি পাবলিক স্পিকিং প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হন এআইএস বিভাগের হামীম রাফিদ ইবনে হাসান। প্রথম রানারআপ হন অর্থনীতি বিভাগের সিনথিয়া আফরিন মৌ। দ্বিতীয় রানারআপের স্থান যৌথভাবে অর্জন করেন অর্থনীতি বিভাগের আলফার জাহান এবং ইংরেজি বিভাগের মাহবুবা আফরোজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ও ব্রুডার উপদেষ্টা তাবিউর রহমান প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুডার সাবেক সভাপতি সাব্বির ইশতিয়াক আহমেদ এবং সাধারণ সম্পাদক আসবা আশরাফি।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি তাবিউর রহমান প্রধান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের যুক্তিবাদী মানসিকতার বিকাশে ব্রুডার ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, "বিতর্কচর্চা কেবল প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের চিন্তাশক্তি, আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তাকে শাণিত করে। ব্রুডা সেই সুযোগ তৈরি করে দিচ্ছে যা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রয়োজন রয়েছে।"
বিতর্ক ও প্রতিযোগিতার উত্তেজনার পর দিনটির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ইফতার মাহফিল। এ সময় ইফতারে নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা একসঙ্গে অংশগ্রহণ করেন। ব্রুডার এই আয়োজন নবীন শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :