শনিবার (১৫ মার্চ) মধুখালী উপজেলার অডিটোরিয়াম হল রুমে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে জাতীয় নাগরিক কমিটি মধুখালী শাখার আয়োজন ইফতার ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য মোঃ কামাল হোসেন এর স্বাগত বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ রাকিবুল হাসান মিঠুর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তাওহিদুল ইসলাম আশিক।
জাতীয় নাগরিক কমিটির ফরিদপুর জেলার সদস্য ডাঃ বায়েজিদ আহমেদ সাহেদ,বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট রুহি সামশাদ আরা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আলিমুজ্জামান, সেক্রেটারি চৌধুরী নওশের আলী চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী পৌর শাখার আমির মাওলানা মোঃ রেজাউল করিম,বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুখালী পৌর বিএনপি`র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম সাগর,পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মাহবুব তালুকদার,বাংলাদেশ খেলাফত যুব মজলিশের সভাপতি মাওলানা সাইফুদ্দিন,
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মধুখালী উপজেলা শাখার সভাপতি সাইফুদ্দিন, এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি মধুখালী উপজেলা শাখার সদস্য মোঃ শহিদুল ইসলাম, মোঃ মনির খান, মোঃ বাঁধন মিয়া,মোঃ রিজভি মোল্লা,মোসাঃ রূপালী সুলতানা,মোঃ নজরুল মোল্লা,ফরিদুল ইসলাম, মোঃ সাগর হোসেন, মোঃ হাসান শেখ, মোঃ রাজীব শেখ প্রমুখ।
এসময় বক্তারা বলেন,আমরা সবাই মিলে একসাথে লড়াই করব,একইসঙ্গে বাংলাদেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলবো,আমরা কোন বৈষম্যের রাজনীতি করবো না, আমরা সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করব, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে মানুষ ন্যায় বিচার পাবে, একটি সুন্দর বাংলাদেশ গড়ব আমরা সবাই ইনশাল্লাহ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জুলাই আগস্ট আন্দোলনে আহত ও শহীদ পরিবারের ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :