ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
সরিষাবাড়ীতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবি সম্বলিত পোষ্টার

শিক্ষকের ফেসবুক আইডি থেকে আপলোড় করায় তাকে শোকজ

সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি মার্চ ১৫, ২০২৫, ০১:০৭ পিএম শিক্ষকের ফেসবুক আইডি থেকে আপলোড় করায় তাকে শোকজ

জামালপুরের সরিষাবাড়ীতে চাপারকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  রাসেল আলম তার ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষনের একটি পোষ্টারে বঙ্গবন্ধু’র ছবি সম্ভলিত পোষ্টার আপলোড করেন। আপলোডের বিষয়টি একটি মহলে সমালোচিত হওয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমীন অবগত হন।

পরর্বতীতে গত সোমবার (১০মার্চ ) তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমীন স্বাক্ষরিত সহকারী শিক্ষক রাসেল আলম এর  আপলোডকৃত পোস্ট সরকারী প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ এর যথাযথ অনুসরণ নয় মর্মে কারন দর্শানো পত্র জারী করেন। ওই কারন দর্শাানো নোটিশে পত্র প্রাপ্তির  ৩ দিনের সময় সীমা বেধে দিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমীন স্বাক্ষরিত শোকজ পত্রটি প্রেরন করেন। 

রাসেল আলম উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম খান এর ছেলে। তার পিতা সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এ বিষয়ে সহকারী শিক্ষক রাসেল আলম কে সাংবাদিক ফোন করলে পরক্ষণে পোগলদিঘা ইউনিয়ন ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি পিয়াস সরকার ওই শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিকদের কোন কিছু না করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন বিষয়টি আমরা ধরেছিলাম এবং একটা সমঝোতা করা হয়েছে। আমাদের এলাকার বিষয়টি আমরাই দেখবো বলে উল্লেখ করেন ফোন কেটে দেন। 

জানতে চাইলে চাপারকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  রাসেল আলম জানান, "আমার ঘরে মোবাইল ফোন রেখে বাহিরে গিয়েছিলাম।  আমার অনুপস্থিতিতে আমার মেয়ে ফেসবুকে আপলোড় করেছে। এটি আমার ইচ্ছার বিরুদ্ধে এবং জানার বাইরে করা হয়েছে। "

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমীন জানান, "রাসেল আলমকে ৩ দিনের সময় সীমা বেধে দিয়ে শোকজ করা হয়েছে। "

উল্লেখ্য যে সহকারী শিক্ষক রাসেল আলম মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর ব্যানারে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পোষ্টার তার নিজস্ব ফেসবুক আইডিতে পোষ্ট করেন। এ বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে । পরবর্তীতে রাসেল আলম তার ফেসবুক আইডিতে আপলোডকৃত পোষ্টারটি সরিয়ে ফেলেন।


কালের সমাজ// এ.জে

Side banner