পিরোজপুরের নেছারাবাদে তিন বন্ধু মিলে মটরসাইকেল করে ঘুরতে বের হয়ে বিদ্যুতের খাম্বার সাথে ধাক্কা লেগে মো: ইউসুফ আহমেদ (২২) নামের এক যুবক নিহত হয়েছে। এছাড়া বাকি দুই বন্ধুর মধ্য মো: ফাহাদ(১৯) নামে অপর একজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের সুতার বাড়ি সংলগ্ন সনি সিনেমা হলের পাশে ওই দুর্ঘটনা ঘটে। ওই দিন রাতে শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় যুবকটি মারা যায়। নিহত ইউসুফ আহমেদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রাজাবাড়ী গ্রামের মোঃ তোতা মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার আলকিরহাট নামক স্থানে মোটরসাইকেলে করে ঘুরতে আসে তিন বন্ধু। সেখান থেকে বাড়ি ফেরার পথে সোহাগদল ইউনিয়নের সুতার বাড়ী নামক স্থানের সনি সিনেমা হলের সামনের রাস্তায় তারা পৌছালে বৈদ্যুতিক খুঁটির সাথে সজোড়ে মোটরসাইকেলের ধাক্কা লাগে। স্থানীয়রা উদ্ধার করে তাদের তিনজনকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। এরমধ্যে ইউসুফ এবং ফাহাদ নামে দুজনের অবস্থা সংকটপণ্য দেখে বরিশাল শেরে-ই বাংলা হাসপাতালে রেফার করেন হাসপাতাল কর্তৃপক্ষ। রাত দশটার দিকে গুরুতর আহত ইউসুফ আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ বিষয়ে ইউসুফ আহমেদের বোন মোসা. তামান্না তন্বী বলেন, তার ভাই বিকেলে কাউকে কিছু না জানিয়ে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। হটাৎ মোবাইলে দুর্ঘটনার কথা শুনতে পেয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যাই। জ্ঞান ফিরছে না দেখে হাসপাতাল থেকে বরিশাল পাঠিয়ে দেয়। রাত দশটার দিকে ইউসুফ মারা গেছে।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ সোহাগ মিয়া বলেন, "ইউসুফের মৃত্যুর খবর জানতে পেরেছি। তিনি বর্তমানে বরিশাল হাসপাতালের মর্গে আছে। এখন পর্যন্ত বাড়িতে নিয়ে আসেনি। শুনেছি মৃত্যুটা মর্মান্তিক হয়েছে। এ ঘটনায় ফাহাদ নামে অপর এক মোটরসাইকেল আরোহী আশঙ্কা জনক অবস্থায় আছে। অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে এসেছে"।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :