ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে

ভোলায় সিভিল সার্জন এর মত বিনিময় সভা

মোঃ আজাদ,ভোলা জেলা প্রতিনিধি মার্চ ১৪, ২০২৫, ১০:৪৬ এএম ভোলায় সিভিল সার্জন এর মত বিনিময় সভা

জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে ভোলা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ই মার্চ) দুপুরে সিভিল সিভিল সার্জনে কার্যালয়ে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আগামী ১৫মার্চ শনিবার সারাদেশের নেয়ে ভোলাতেও ভিটামিন এ খাওয়ানো হবে। এবছর ভোলা জেলায়  ১৬৭৯ টি কেন্দ্রের মাধ্যমে ২ লাখ ৮৯ হাজার ৫ শত ৭০ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানোর লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি ৩৩ হাজার ৯ শত এবং ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত বেশি ২ লাখ ৫৫ হাজার ৬৭০ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।  ভোলার সকল অভিভাবকগণকে এলাকার নিকটবর্তী টিকাদান কেন্দ্রগুলোতে নিয়ে সন্তানদেরকে ভিটামিন এ খাওয়ানোর পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন।

তিনি জানান, বলায় সর্বমোট ১৬৮০টি অস্থায়ী কেন্দ্র ১৬৮৯ টি স্থায়ী কেন্দ্র এ ক্যাম্পেইন 
পরিচালিত হবে।

সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলামের সভাপতিত্বে ভিটামিন এ  প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবায়ক  ডা. শেখ সুফিয়ান রুস্তম, ইন্ডিয়ান জেলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু, বিকাল বেলা প্রতিদিন ওমর ফারুক, সাংবাদিক মোকাম্মেল হক মিলন। এছাড়া অনুষ্ঠানে ভোলার বিভিন্ন প্রিন্টেয়াল ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।


কালের সমাজ// এ.জে

Side banner