ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
ছাত্র জনতার

আত্মত্যাগে অর্জিত স্বপ্নকে ফ্যাসিবাদীরা ব্যাহত করতে না পারে

জাহিদুল ইসলাম মেহেদী মার্চ ১৩, ২০২৫, ০৭:৪০ পিএম আত্মত্যাগে অর্জিত স্বপ্নকে ফ্যাসিবাদীরা ব্যাহত করতে না পারে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আত্মত্যাগ কোন অপশক্তি যেন ভূলুণ্ঠিত করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষাবিদ ও উলামায়ে কেরামদের সম্মানে ইফতার মাহফিল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

ফুডল্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট পার্টি সেন্টারে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আমন্ত্রিত মেহমান কেওড়াবুনিয়ার পীর সাহেব মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ, বাওয়ালকর পীর মাওলানা মুহাম্মদ আবদুল কাদের, ঢলাভাঙা পীর সাহেব মাওলানা সৈয়দ সায়াদ হোসাইন, জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমীর মাওলানা মোঃ মহিবুল্লাহ হারুন, মোকামিয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ মোহাম্মদ ফেরদাউস, বরগুনা জেলা বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এ জেড এম সালেহ ফারুক, ফজলুল হক মাস্টার, রেজবুল কবির, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীগণ।

ইফতার মাহফিল সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুস শাকুর। 

আলোচনায় অংশ নিতে গিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, ফ্যাসিবাদীদের কোন ষড়যন্ত্র যেন আমাদের মধ্যে ফাটল সৃষ্টি না হয় সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।


একুশে সংবাদ// এ.জে
 

Side banner