নেছারাবাদে জুলুহার গ্রামে ব্যবসায়িক বিরোধের জের ধরে মিরাজ হোসেন, মো: মোস্তফা নামে আপন দুই ভাইকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকেলে একই গ্রামের মিরাজের ব্যবসায়িক পার্টনার জুয়েল তার বাহিনী নিয়ে মিরাজের বাসায় গিয়ে হামলা চালায়। হামলায় মিরাজের শরীরে ও পিঠে নিলাফুলা জখম সহ শরীরের বিভিন্ন জায়গায় কাটা দাগ দেখা গেছে। মিরাজকে হামলা চালিয়ে রাস্তায় বসে তার আপন ভাই মো: মোস্তফাকে একই কায়দায় বেদম মারধর করা হয়েছে। হামলায় আহত দুই ভাইয়ের মধ্য মোস্তফার অবস্থা খারাপ দেখে তাকে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেয়া হয়েছে এছাড়া, মিরাজকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মিরাজ হোসেন জুয়েল, আ:আজিজ মিয়া,সোহাগ মিয়ার বিরুদ্ধে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
থানার লিখিত অভিযোগে জানাগেছে, মিরাজ হোসেন একই গ্রামের মো: জুয়েল মিয়ার সাথে ভাগে গরু ব্যবসা করত। ব্যবসায় জুয়েল মিয়া মিরাজকে এক লাখ নব্বই হাজার টাকা দেয়। কিছু দিন পর জুয়েল নিজ প্রয়োজনে ওই টাকার পচানব্বই হাজার টাকা নিয়ে যায়। কিছু দিন পর জুয়েল ব্যবসা করবেনা বলে মিরাজকে জানায়। তখন জুয়েল মিয়া মিরাজের কাছে তিন লাখ পচাত্তর হাজার টাকা দাবি করে। একপর্যায়ে জুয়েল ওই টাকার দাবিতে গ্রামে শালিস বসায়। তখন মিরাজ শালিসের মাধ্যমে বাকি এক লাখ টাকা জুয়েলক ফেরৎ দিয়ে দেয়। এর কিছু দিন পর জুয়েল পূনরায় ওই তিন লাখ পচাত্তর হাজার টাকা মিরাজের কাছে দাবি করে। মিরাজ তা দিতে অস্বীকৃতি জানালে বুধবার বিকেলে তাদের বাসায় গিয়ে মিরাজের উপর হামলা চালায়। মিরাজের বড় ভাই খবর পেয়ে ছুটে আসলে তাকেও বেদম মারধর করে জুয়েল ও তার বাহিনী।
অভিযোগ অস্বীকার করে জুয়েল মিয়া বলেন, আমি তার কাছে তিন লাখ পচাত্তর হাজার টাকা পাব। সে আমাকে টাকাব দিতে অপরগতা প্রকাশ করে। এ নিয়ে মিরাজের বাসায় গিয়ে জিজ্ঞেস করলে উল্টো মিরাজ এবং তার বড় ভাই আমার উপর হামলা চালিয়েছে। তাদের হামলায় আমি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।
এ ব্যাপারে নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) বনি আমিন জানান, এ ঘটনায় উভয়পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :