রাজবাড়ী সদর উপজেলায় ছাড়পত্র থাকায় অনুমোদনহীন অবৈধ দুুইটি ইটভাটায় অভিযান চালিয়ে তাদের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে এক্সেভেটর দিয়ে দুইটি ইটভাটার চার পাশের দেয়াল (কিলন) ভেঙে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর ও সদরের বড়চর বেনীনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশনায় রাজবাড়ী সদর উপজেলায় অনুমোদনহীন অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।এসময় ছাড়পত্র না থাকায় সদর উপজেলার বড়চর বেনীনগর এলাকার এনসিবি ব্রিকস এর মালিক মেহেদী মাহবুব হোসেনকে ১ লাখ টাকা ও মিজানপুর ইউনিয়নের বড় লক্ষীপুর এলাকার আদর্শ ব্রিকস(এবিবি) ভাটার মালিক আরজু সরদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ জানান,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছাড়পত্র না থাকায় দুই ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ,পরিদর্শক মোঃ ইমরান হোসেনসহ জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :