ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
ঝিকরগাছায়

শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ নিশ্চিতকরণ মতবিনিময় সভা

তারিক মোহাম্মদ, ঝিকরগাছা,যশোর মার্চ ১৩, ২০২৫, ০৫:৫৫ পিএম শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ নিশ্চিতকরণ মতবিনিময় সভা

ঝিকরগাছায় শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ নিশ্চিতকরণ, সরকারি সেবাসমূহের প্রচার-
প্রচারণা, সচেতনতা ও অবহিতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। তিনি তার
স্বাগত বক্তব্যে জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধন সনদের উপর প্রোজেক্টটরের মাধ্যমে বড় পর্দায় একটি
সুন্দর প্রেজেনটেশন তুলে ধরেন। যা দেখে উপস্থিত ব্যক্তিবর্গ জন্ম ও মৃত্যুনিবন্ধন বিষয়ের উপর
একটি পরিস্কার ধারণা পান।
 

বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সকল নেতৃবৃন্দের
উপস্থিতিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম
তিনি তার বক্তব্যে বলেন, এদেশে জন্ম গ্রহণ করা প্রতিটা নাগরিকের জন্মনিবন্ধন জরুরী
একারণে, এই সনদের মাধ্যম দিয়ে দেশের সকল সরকারি বেসরকারি সুবিধাদি তিনি ভোগ করতে
পারবেন।
 

‘‘যার জন্ম সনদ নেই, তার মৃত্যুসনদও থাকবে না’’ তখন, ওয়ারেশ কায়েম সনদও করা যাবে না।
এসব জটিলতা থেকে মুক্তি পেতে প্রত্যেক মা-বাবাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সকল
হাসপাতাল ক্লিনিকগুলোকে সচেতন হবার আহবান জানান তিনি।
 

প্রধান অতিথি আরো বলেন, গত বছরের তুলনায় এবারের রমজানে নিত্যপণ্যের দাম মানুষের
নাগালের মধ্যে রয়েছে। বিদ্যুতের ঘাটতি কমে গেছে, মানুষ এখন স্বস্থিতে চলাফেরা করতে
পারছে, এসবই সম্ভব হয়েছে দেশ থেকে টাকা পাঁচার বন্ধ হওয়ার কারণে। তিনি বলেন, রুটিন
অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে সরকারকে কাজ করার পরিবেশ দিতে হবে। কোন ভাবেই
বিশৃংঙ্খলা কাম্যনয়।
 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর সহকারী কমিশনার নাবিদ হোসেন,
ঝিকরগাছা পৌর প্রশাসক ও এসি ল্যান্ড নাভিদ সারওয়ার ও ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ
বাবলুর রহমান খান।
 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাও. আব্দুল আলীম,
সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি আশরাফুল
হোসেন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়ক আখি
খাতুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, নির্বাসখোলা ইউনিয়ন
প্রশাসক আইসিটি অফিসার মাইনুল ইসলামও গদখালী গ্রাম্য পুলিশ ইউনুস আলী।
অনুষ্ঠানের শেষে য়শোর জেলা প্রশাসক ভালো কাজের জন্য পুরুস্কার তুলে দেন ঝিকরগাছা
উপজেলার সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের হাতে।

অনুষ্ঠানে কোরআন তেলোওয়াত করেন জিয়ারুল ইসলাম, গীতা পার্ট করেন ঝিকরগাছা
উপসহকারী কৃষি কর্মকর্তা নয়নানন্দ পাল। ২০২৪-২০২৫অর্থবছরে বার্ষিক উন্নয়ন সহায়তা
তহবিল(এডিবি) এর আওতায় প্রচার-প্রচারণা, সচেতনতা ও অবহিতকরণ মতবিনিময় অনুষ্ঠানে
সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজর এম কামরুজ্জামান। 
 


কালের সমাজ// এ.জে

Side banner