রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘মিশন ও ভিশন নির্ধারণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
কর্মশালায় উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও বিশ্ব র্যাংকিংয়ে ভালো অবস্থান নিশ্চিত করতে মিশন ও ভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, মানসম্মত গবেষণা ও নতুন উদ্ভাবনই আমাদের অগ্রগতির পথ সুগম করবে।” তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব।
আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ মতিউর রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ।
বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকরা বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন। কর্মশালাটি শিক্ষার মানোন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :