ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

প্রথমবারের মত  বান্দরবান পৌরসভায় ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী  অনুষ্ঠিত

মোঃ সুমন খান ,পার্বত্য অঞ্চল মার্চ ১৩, ২০২৫, ০২:৪০ পিএম প্রথমবারের মত  বান্দরবান পৌরসভায় ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী  অনুষ্ঠিত

বান্দরবান পৌরসভার উদ্যোগে প্রথমবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বৃহস্পতিবার (১৩মার্চ) বান্দরবান পৌরসভা দিবস-৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে খতমে কোরআন, বেলুন উড়ানো, বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বান্দরবানের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে এই দিবস উদযাপিত হয়। 

অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র পৌরসভার সম্মানিত প্রশাসক এস, এম, মনজুরুল হক, উপপরিচালক (ভা:প্রা:), স্থানীয় সরকার, বান্দরবান পার্বত্য জেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রভাবশালী সদস্য এডভোকেট আবুল কালাম। বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা (অব:) ক্যাপ্টেন তারু মিয়া, বান্দরবান বাজার শাহী জামে মসজিদ খতিব মাওলানা এহসানুল হক আল মঈন। এছাড়াও বান্দরবান পৌরসভার কর্মকর্তা- কর্মচারী সুশীল সমাজের নেত্র বৃন্দগণ উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ// এ.জে

Side banner