পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপত্তা নিশ্চতকল্পে ফেনী জেলার পুলিশ সুপার, মোঃ হাবিবুর রহমান এর সার্বক্ষণিক নির্দেশনায় জেলা পুলিশের পক্ষ থেকে পেট্রোল ডিউটি এবং মোবাইল ডিউটি বাড়ানো হয়েছে,অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য জেলা পুলিশ ফেনী কাজ করে যাচ্ছে।
এর ধারাবাহিকতায় ফেনী সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বয়ে হুন্ডা মোবাইল ডিউটি জোরদার করা হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হওয়া মাত্রই অতি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে হুন্ডা মোবাইল দল। কৌশলগত স্থানে স্ট্যাটিক ফোর্স, মোবাইল টহল টিম ও সাদা পেশাকে পুলিশ মোতায়েন হয়েছে।
পবিত্র মাহে রমজান কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা পুলিশ ফেনী’র পক্ষথেকে গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং ও সাইবার পেট্রোলিং ইতিমধ্যে জোরদার করা হয়েছে ।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সদা তৎপর জেলা পুলিশ ফেনী।
ফেনী জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন ফেনীর সুশীল সমাজ।
এবং এ কার্যক্রমের সুবিধা পাচ্ছেন ঢাকা-চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাইট কোর্সের যাত্রী গন।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :