ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

রাবি আইবিএ’র সাথে গ্রামীণফোনের সমঝোতা স্মারক স্বাক্ষর

হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি মার্চ ১৩, ২০২৫, ১০:৫৩ এএম রাবি আইবিএ’র সাথে গ্রামীণফোনের সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সাথে গ্রামীণফোন এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

বুধবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে রাবি আইবিএ’র পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক প্রফেসর মো. শরিফুল ইসলাম এবং গ্রামীণফোনের পক্ষে চীফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন স্বাক্ষর করেন। পরে গ্রামীণফোনের এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট আশফাক হোসেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের কাছে স্মারকটি হস্তান্তর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় রাবি আইবিএ’র শিক্ষার্থী ও গবেষকরা গ্রামীণফোনে ইন্টার্নশিপের সুযোগ পাবেন এবং তাদের কর্মসংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবেন। এছাড়া গ্রামীণফোন বিভিন্ন বক্তৃতা, প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম এবং জব ফেয়ারের আয়োজন করবে, যা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম এবং আইবিএ’র শিক্ষক ও কর্মকর্তারা।

গ্রামীণফোনের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কেল এইচআর লিড-রাজশাহী মো. অহিদুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

উভয় পক্ষের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারক শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে এবং কর্পোরেট জগতে প্রবেশের প্রস্তুতিতে সহায়ক হবে।

 

কালের সমাজ// এ.জে

Side banner