টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা মিটিং বুধবার (১২ মার্চ)সকাল ১১ টায় ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ শামীম মাহমুদ ।
মাসিক আইন শৃঙ্খলা মিটিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উত্তম কুমার সরকার, ধনবাড়ী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল উপজেলা সমাজ সেবা অফিসার, ইসমাইল হোসেন
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, সহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার প্রধান ও আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
বক্তারা সভায় ধনবাড়ী উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, অবৈধ মাটি কাটা, বখাটে, অনলাইন জুয়া, চুরি-ছিনতাই, বাল্য বিবাহ, বন্ধ সহ বিভিন্ন অপরাধমূলক বিষয়ে গুরুত্বারোপ করে আলোচনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ সকলের বক্তব্য শুনে বিবেচনায় নিয়ে ধনবাড়ীর আইন শৃঙ্খলা উন্নতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তের কথা জানান ।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :