জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ ইশতিয়াকুর রহমানের সঞ্চালনায় সভায় এডভোকেসি ও পরিকল্পনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তারা, থানার প্রতিনিধি সহউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কনসালটেন্ট সহ সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, আগামী ১৫ মার্চ শনিবার লোহাগাড়ায় দিনব্যাপী চলবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টার মধ্যে লোহাগাড়া উপজেলায় ৬-১১ মাস বয়সী মোট ৫ হাজার ২০২ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আই.ইউ) ও ১২-৫৯ মাস বয়সী ৪১হাজার ৪৬৮ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আই.ইউ) খাওয়ানো হবে।
ডাঃ মোহাম্মদ ইকবাল আরো জানান, ভিটামিন ‘এ’ এর অভাবে যে সব রোগ হয় তা থেকে নিরাপদ ও মুক্ত থাকতে ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত সকল শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :