বরগুনায় দু`টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বিল থেকে একটি এবং রাতে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মন্টু চন্দ্র দাস এবং বদরখালী ইউনিয়নের মোঃ হোসেন ডাক্তারের ছেলে মোঃ মিরাজ। এদের মধ্যে মিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে আর মন্টু চন্দ্র দাসকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।
নিহত মন্টু চন্দ্র দাসের স্ত্রী শিখা রানী দাস জানান, গত বুধবার তার মেয়েকে আটকে রেখে পাশবিক নির্যাতন করে স্থানীয় সৃজিব চন্দ্র রায়। এ ঘটনায় মামলা হলে সৃজিতকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। এতে সৃজিতের সাঙ্গোপাঙ্গসহ পরিবারের সদস্যরা তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। পরে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এদিকে বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান রাজা বলেন, মিরাজ একজন ব্যবসায়ী। রাতে সে বাড়ি ফেরেনি। এতে স্বজনরা চিন্তিত হয়ে পড়েন। পরে সকালে স্থানীয় একটি বিলের মধ্যে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। তিনি আরও বলেন, মিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথা এবং মুখমণ্ডলে বেশ কিছু ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, আমরা দুটি মরদেহ উদ্ধার করেছি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তথ্য সংগ্রহ করছি। মরদেহের ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :