বান্দরবান সদর উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সরকারী যাকাত ফান্ডে যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ ও দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার বুধবার (১২মার্চ) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের বান্দরবান সদর উপজেলার সুপারভাইজার মো:জাহাঙ্গীর আলম সজীব।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ ইসলাম কোম্পানি,বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টি সদস্য ও ও চেয়ারম্যান আইকে দারুল হিদায়াহ মডেল মাদ্রাসা। বান্দরবান পৌরসভা বালাঘাটা ২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী, বিশিষ্ট সাংবাদিক আবুল বশর ছিদ্দিকী,বান্দরবানে বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী,বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো:মোসলেম উদ্দিন, মো: জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সেমিনারের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন কাইচতলী কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা আবু তৈয়ব।
সেমিনারে ধর্মীয় আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বান্দরবান সদর উপজেলা পরিষদ মসজিদ খতিব মাওলানা শহিদুল ইসলাম।
যাকাতের গুরুত্ব শীর্ষক তথ্য বহুল আলোচনা পেশ করেন বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র এর খতিব মাওলানা রাশেদুল হক।
এছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মডেল কেয়ার টেকার মাওলানা আবুল কাশেম,কাজী আব্দুল মালেক, মাওলানা হাবিব উল্লাহ,মো:ওমর ফারুক,মো: সেলিম প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, যাকাত গরিব, মিসকিন ও অসহায়দের সাহায্য করে, যা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়তা করে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটায়। সম্পদের পুনর্বন্টন এটি সমাজের ধনী ও গরিবের মধ্যে সম্পদ পুনর্বণ্টন করে, যা অর্থনৈতিক বৈষম্য কমাতে সাহায্য করে।
ইসলামে যাকাত শুধুমাত্র একটি আর্থিক দানে পরিণত হয়নি, এটি এক ধরনের সমাজের কল্যাণে কাজ করার মাধ্যম। এর মাধ্যমে সমাজে সম্পদ বৈষম্য কমানো সম্ভব এবং সমাজের অভ্যন্তরীণ শান্তি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়। সেমিনারে আনুষ্ঠানিক ভাবে বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসারের হাতে সরকারী যাকাত ফান্ডে ৫০হাজার টাকা প্রদান করেন আলহাজ্ব মোহাম্মদ ইসলাম কোম্পানি।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :