ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ঠাকুরগাঁয়ের হাসপাতাল থেকে  চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার 

মোহাম্মদ মিলন আকতার ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মার্চ ১২, ২০২৫, ১২:৩১ পিএম ঠাকুরগাঁয়ের হাসপাতাল থেকে  চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার 

ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু সায়ানকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (১১ মার্চ) রাতে শিশুটিকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, "শিশুটি হারিয়ে যাওয়ার পর থেকে আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম।

সারা দেশে বিভিন্ন স্তরের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। রাতে গাজীপুরের একটি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। "

তিনি আরও বলেন, "এ ঘটনায় ৩ থেকে ৪ জন আটক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আটকের বিস্তারিত তথ্য এখনো জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য , গত রবিবার শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় সায়ানকে। সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়ে যায়।

 

কালের সমাজ/ এ.জে

Side banner