ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

দৌলতদিয়া থেকে চোরাই স্বর্ণালংকার, নগদ অর্থ সহ গ্রেপ্তার-১

জেলা প্রতিনিধি,রাজবাড়ী মার্চ ১২, ২০২৫, ১১:১১ এএম দৌলতদিয়া থেকে চোরাই স্বর্ণালংকার, নগদ অর্থ সহ গ্রেপ্তার-১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, চোরাই স্বর্ণালংকার, রেজিষ্ট্রেশনবিহীন মটর সাইকেল, নগদ অর্থ উদ্ধারসহ সজল (৩৭) নামের এক আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব।

এর আগে গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সংলগ্ন খোকন এর চায়ের দোকানের সামনে মহাসড়কের উপর হতে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সজল ঝিনাইদহ জেলার সদর উপজেলার বিষয়খালী খন্দকার পাড়ার আওয়ালের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সংলগ্ন খোকন এর চায়ের দোকানের সামনে মহাসড়কে চেকপোস্ট করা কালে সজল নামের একজন গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা, ছোট বড় স্বর্ণের আংটি ৬টি, ছোট বড় স্বর্ণের দুল ১৮টি, ছোট বড় লকেট ৩টি, ব্যাসলেট ১টি, পায়েল ১টি, কানটানা ১টি, পাথরের নাকফুল ৫টি, নাকফুল ১৪টি, মৌ নাকফুল ২টি, নথ ২টি সহ পাঁচ ভরি চার আনা পাঁচ রতি স্বর্ণ, রুপার আংটি ১টি, ১টি রেজিঃ বিহীন মোটর সাইকেল, নগদ ৮ হাজার টাকা, ১টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে চেকপোস্ট করাকালে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে সজল নামের এক ব্যক্তিকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে চোরাই স্বর্ণালংকার, ইয়াবা সহ নগদ অর্থ ইত্যাদি জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তির নামে অস্ত্র, চুরি ও মাদক সহ ৭ টি মামলা রয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

 

কালের সমাজ//এ.জে

Side banner