রাজবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও খাদ্যে বিষাক্ত টেক্সটাইল কালার ব্যবহার করার অপরাধে তিন দোকান মালিককে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০মার্চ) বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে এই বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ।
এসময় বাজারের বিভিন্ন দোকানে খেজুর, তরমুজসহ অন্যান্য ফল এবং দ্রব্যের বিক্রয়মূল্য যাচাই করা হয়। এছাড়া ইফতার সামগ্রী প্রস্তুতকারক দোকানগুলোতে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে কি না, তা মনিটরিং করা হয় এবং ইফতার সামগ্রীতে কৃত্রিম রঙ ব্যবহার হচ্ছে কি না পরীক্ষা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ বলেন, রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ মালামাল সংরক্ষণ ও বিক্রয়, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতকরণ এবং খাদ্যে টেক্সটাইল কালার (রাসায়নিক রঙ) ব্যবহার করার দায়ে তিন দোকানকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযাবে কার্যক্রম পরিচালনাকালে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ খান, ক্যাবের প্রতিনিধি নাসির উদ্দীন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিকসহ স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা করেন।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :