সারাদেশে ধর্ষণ ও প্রশাসনের ব্যর্থতায় এবং মাগুরায় আছিয়া ধর্ষণকাণ্ডে ধর্ষকের ফাঁসির দাবিতে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পাংশা উপজেলা শাখা।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় পাংশা থানা মোড়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছাত্রনেতা শাহীন আলম,গণ অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম, গণ অধিকার পরিষদের পাংশা শাখার আহ্বায়ক মাসুম খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ পাংশা উপজেলা শাখার সদস্য সচিব মনিরুল হক,ছাত্রনেতা সেলিম রেজা, মামুনুর রশিদ, আক্কাস, আবু নাঈম সহ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মানববন্ধনে ছাত্রনেতা শাহীন আলম বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই,এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সরকার হওয়া সত্ত্বেও তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারেনি। জুলাইয়ের তাজা রক্তের দাগ এখনো রাস্তায় লেগে আছে অথচ আমার বোনদের নিরাপত্তার জন্য আবার রাজপথে নামতে হয়। একদিকে আমার বোনেরা নারী দিবসে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করে আরেকদিকে উপদেষ্টারা আওয়ামী দোসর এক ট্রান্স জেন্ডারকে অদম্য নারী উপাধিতে ভূষিত করে। এমন প্রহসন ও নির্লজ্জতা আমরা মেনে নিতে পারি না।
এই সরকারকে বলতে চাই, ধর্ষণ বিরোধী দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করুন। সর্বোচ্চ ১ মাসের মধ্যে যেন ধর্ষকের সবোচ্চ শাস্তি নিশ্চিত করা যায় সেই ব্যবস্থা করুন। আমাদেরকে বার বার রাজপথে নামতে বাধ্য করবেন না।
কালের সমাজ/এ.জে
আপনার মতামত লিখুন :