ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ইবিতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

সুবংকর রায়, ইবি প্রতিনিধি মার্চ ১০, ২০২৫, ০৭:৩৬ পিএম ইবিতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

দেশব্যাপী নারী নিপীড়ন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও ধর্ষকদের সবোর্চ্চ শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এই মানববন্ধন কর্মসূচি করেন তারা৷ গতকাল ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতির পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রদল। 

এসময় মানববনন্ধনে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে ‘My Body My Right’, ‘Stop The Violence End The Fight’, ‘ঘরে বাইরে কর্মক্ষেত্রে, নারী থাকুক নির্ভয়ে’; ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না’; ‘আমার বোনের কান্না, আর না আর না’; ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না’; ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘আমার বোন ধর্ষিত কেন, ইন্টেরিম জবাব দে’; ‘ধর্ষকের কোনো ক্ষমা নাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই’; ‘তনু, তানিয়া নুসরাত, আছিয়া তারপর কে?’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বর্তমানে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। এসবের পরও উপদেষ্টা সরকারের কাজে আমরা হতাশ। এখান থেকে উত্তোরনের জন্য একটি নির্বাচিত সরকার দরকার। যেখানে ধর্ষণের অভিযুক্ত রয়েছে, সুস্পষ্ট অভিযোগ রয়েছে তবুও বিচারে এত দীর্ঘসূত্রতা আমাদের হতাশ করছে। আমরা ধর্ষকের প্রকাশ্য শাস্তি চাই।’

বক্তারা আরও বলেন, ‘এর আগে আমাদের বোন তনু ধর্ষণের ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ন্যক্কারজনক ধর্ষণের ঘটনা ঘটেই চলছে, কিন্তু আমরা উপযুক্ত বিচার দেখতে পাইনি। বিচারহীনতার এই সংস্কৃতির কারণেই আমাদের ছোট বোন আছিয়ার ওপর পাশবিক নির্যাতনের সুযোগ তৈরি হয়েছে। তনুর বিচার আমরা পাইনি, এই আছিয়ার বিচার পাব কি না, সেটাও অনিশ্চিত। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়নের দাবি জানাচ্ছি। ধর্ষকের এমন শাস্তির দাবি জানাচ্ছি যাতে বাংলাদেশে আর কেউ ধর্ষণের সাহস না দেখাতে পারে।’

মানববন্ধনে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার আগে খুব লম্বা লম্বা কথা বলতেন। তিনি কি এখন দেখেন না যে দেশে কি হচ্ছে? সংস্কারের নামে দেশে টালবাহানা চলছে। বিভিন্ন কর্মক্ষেত্রে আমার মা বোনেরা হয়রানির শিকার হচ্ছে। আমার মা-বোনেরা যার যার স্বাধীনভাবে পোশাক পড়বে, কেউ তাতে বাধা দিতে পারবে না। অনতিবিলম্ব আমরা একটি নিপীড়নমুক্ত সুন্দর বাংলাদেশ চাই।’


কালের সমাজ//এ.জে

Side banner