ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

রাবি প্রশাসনের সাথে যুক্তরাজ্যের অধ্যাপকদের মতবিনিময়

রাবি প্রতিনিধি মার্চ ১০, ২০২৫, ০৬:৫০ পিএম রাবি প্রশাসনের সাথে যুক্তরাজ্যের অধ্যাপকদের মতবিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন যুক্তরাজ্যের বাথ ইউনিভার্সিটির এসোসিয়েট প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর জোসেফ ডিভাইন এবং ইকনোমিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র লেকচারার মাতিলদে মাইট্রট।

সোমবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তাঁরা রাবির সাথে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে তাঁরা মত প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ককে কার্যকরভাবে বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান।

মতবিনিময় সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর মুন্সী ইসরাইল হোসেনসহ অন্যান্য শিক্ষক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই মতবিনিময়ের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

 

কালের সমাজ//এ.জে

Side banner