সারাদেশে ধর্ষণ, নির্যাতন, সন্ত্রাসী হামলা, ঘুষ দুর্নীতি ও সহিংসতা মূলক ঘটনায় জড়িত সকল ব্যক্তিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করে স্বেচ্ছাসেবী সংগঠন রাজবাড়ী সার্কেল।
মানববন্ধনে রাজবাড়ী সার্কেল এর ক্রিয়েটিভ অ্যাডভাইজার এবং ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, সিনিয়র এডিটর শাহরিয়ার রিয়াদ,উইমেন্স কো অর্ডিনেটর তানজিয়া আলম মিশু, জুনিয়র এডিটর তৌহিদুল ইসলাম তৌহিদ বক্তব্য রাখেন। এসময় রাজবাড়ী সার্কেল এর সহকারী পরিচালক সুজন কুমার বিষ্ণু, রায়হান রহমান হৃদয়,জুনিয়র এডিটর ফয়সাল আহমেদসহ রাজবাড়ী সার্কেলের সদস্য ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা ও হেনস্থার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নৈতিক অবক্ষয়ের কারণেই সমাজে নারী ও শিশু ধর্ষণ, হত্যা, ছিনতাই, গুম, নির্যাতন, সন্ত্রাসী হামলা, ঘুষ দুর্নীতি বেড়ে যাচ্ছে। গত ৫ মার্চ দিবাগত রাতে মাগুরা সদরে বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের এক মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া বিভিন্ন যাইগাতে ধর্ষণের ঘটনা ঘটেছে। এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে আমাদের মা বোনেরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন। সবার আগে আমাদের বোনদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোথাও কোনো ধর্ষণের ঘটনা ঘটলে ১৫ দিনের তদন্ত করে ৩০ দিনের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে।ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এরকম ধর্ষক নামের নিকৃষ্টদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে আর কেও এমন কাজের সাহস না দেখায়।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :