ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
সারাদেশে ধর্ষনের প্রতিবাদে

রাজবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মীর সামসুজ্জামান সৌরভ,জেলা প্রতিনিধি,রাজবাড়ী মার্চ ১০, ২০২৫, ০১:৫৭ পিএম রাজবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০মার্চ) সকাল ১১ টায় রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজে মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর খাঁন রনি, সাধারণ সম্পাদক রাজন মন্ডল, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক তারেক রহমান,রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক রুবেল মন্ডলসহ অনান্যরা বক্তব্য রাখেন।

এসময় জেলা ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, গত ৫ই আগস্টের পর থেকেই সারা বাংলাদেশ প্রতিদিনই ধর্ষণের মতন ঘটনা ঘটছে। আজকে আমার বোন আছিয়া যখন হাসপাতালে বসে কাতরাচ্ছে তখন মনে হচ্ছে সারা বাংলাদেশই অসুস্থ অবস্থায় হাসপাতালে বন্দি আছে। আমার বোনের মতই সারা বাংলাদেশ অসুস্থ অবস্থায়  পড়ে আছে। আমরা চাইনা এমন বিকৃত যৌনাচার লালাসার স্বীকার আর কোন নারী হোক। যারা এমন বিকৃত কাজে জড়িত তাদের প্রকাশ্যে দিবালোকে মুসলিম শরীয়া আইন অনুযায়ী তাৎক্ষণিক বিচারের আমি দাবি জানাচ্ছি। এই বাংলাদেশে ধর্ষকদের কোন ঠাই নাই, ধর্ষকদের কোন ঠাই হবে না।

তিনি আরও বলেন, আমার বোন আছিয়া যখন হাসপাতালে কাতরাচ্ছিলো তখন আমার নেতা তারেক রহমান তার খোঁজ নিয়েছে।আমার বোন আছিয়ার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন আমার নেতা। এছাড়াও আমার বোন আছিয়ার পাশে বাংলাদেশের সকল জনগণ পাশে থেকে সহমর্মিতারা হাত বাড়িয়ে দিয়েছেন। সকল আইনী সহযোগিতা করে যাচ্ছেন আমার নেতা তারেক রহমান। তাই এই ধর্ষক, ইভটিজিং, নারী নির্যাতনকারীদের যেখানেই পাবেন তাদেরকে আইনের কাছে সোপর্দ করবেন এবং আইনের লোকদের প্রতি আমার অনুরোধ তাদেরকে বিচারের আওতায় আনুন।

মানববন্ধন শেষে কলেজের মূল ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আরএসকে স্কুল প্রদক্ষিন করে আবার একই স্থানে এসে শেষ হয়।

 

কালের সমাজ/এ.জে

Side banner