ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
সরিষাবাড়ীতে দোস্ত এইড

বাংলাদেশ সোসাইটি‍‍`র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সরিষাবাড়ী,জামালপুর মার্চ ৯, ২০২৫, ০৭:৩৫ পিএম বাংলাদেশ সোসাইটি‍‍`র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি‍‍`র উদ্যোগে অসহায় গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার (৮ মার্চ)  উপজেলার বাউসী বাঙ্গালী স্কুল এ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে উপজেলার ৫০০ গরীব অসহায় লোকের মাঝে ফুড প্যাকেট বিতরণ করা হয়।

কহিনুর আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি‍‍`র চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জামালপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আক্তারুজ্জমান সোহাগ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রমজান আলী, বাউসী বাঙ্গালী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

 

কালের সমাজ// এ.জে

Side banner