টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা থেকে ঢাকায় চলাচলের জন্য রয়েছে একটি বাস কাউন্টার। যে কাউন্টার থেকে প্রতিদিন ২০-২০ মিনিট পর পর ঢাকার উদ্দেশ্যে অনেকগুলো বাস ছেড়ে যায়।
ধনবাড়ী, দিকপাইত, কেন্দুয়া, ভাইঘাট, সরিষাবাড়ীর পূর্বাঞ্চল ও নল্লা বাজারের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ভরসা ধনবাড়ী বাসস্ট্যান্ড। প্রতিদিন এই বাসস্ট্যান্ড অত্যন্ত যাত্রীবহুল থাকে। তাছাড়া ধনবাড়ী নওয়াব মঞ্জিলে অনেক দর্শনার্থী প্রতিদিন ভিড় জমায়। রয়েছে চমকপ্রদ, দৃষ্টিনন্দন মার্বেল পাথরের তৈরি মসজিদ যা দেখতে আসে শত শত মানুষ।
আজ থেকে প্রায় ৫/৬ বছর আগে এই বাসস্ট্যান্ডে ছিল অতি পুরোনো বেশকিছু কড়ইগাছ, যার ছায়ায় আশ্রয় নিতেন যাত্রীরা; বর্তমানে কড়ইগাছগুলো না থাকায় খোলা আকাশের নিচেই অবস্থান করতে হয় যাত্রীদের। যা অত্যন্ত কষ্টদায়ক। বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে থাকাটা আরো কষ্টকর। এই বাসস্ট্যান্ডে যাত্রীছাউনির খুব প্রয়োজন।
কিন্তু দুঃখের বিষয়, বাসস্ট্যান্ড নাম থাকলেও কোনো যাত্রী ছাউনি না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে, প্রচণ্ড রোদ, ঝড়-বৃষ্টি ও তুফানে যাত্রীসাধারণকে দোকানপাট, মার্কেট ও মসজিদের সামনে আশ্রয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। পুরুষ যাত্রীর তেমন সমস্যা না হলেও নারী যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়। যাত্রী ছাউনি না থাকায় দোকানের সামনে বেঞ্চে বসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। আমাদের আবেদন, অতি শিগগিরই যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেটের ব্যবস্থা করে আমাদের শান্তিতে বসবাস করতে সহযোগিতা করুন।
পরিশেষে, ধনবাড়ী বাসস্ট্যান্ডে দুটি যাত্রীছাউনি স্থাপনের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করছি।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :